Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জানুয়ারি ২০২৪

এক নজরে

কলেজ পরিচিতি

বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার প্রাণ কেন্দ্রে ছায়া ঢাকা পাখি ডাকা শান্ত পরিবেশে চুয়াডাঙ্গা সরকারি কলেজ অবস্থিত। ১৯৬২ সালের ১আগষ্ট উদীয়মান মুষ্টিমেয় শিক্ষক, ছাত্র-ছাত্রী ও উৎসাহী জনগণের সহায়তায়চুয়াডাঙ্গা কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রথম অবস্থায় চুয়াডাঙ্গা ভি.জে উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ের মানবিক ও বাণিজ্য শাখায় ২২ জন ছাত্র-ছাত্রী নিয়ে কলেজের কাযর্ক্রম শুরু হয়। ১৯৬৪ সালে কলা ও বাণিজ্য শাখায় স্নাতক (পাস) কোর্র্স চালু হয়। ১৯৭৯ সালের ৭ই মেকলেজটি জাতীয়করণ হয়। অত্র কলেজে ২০০৪-০৫ শিক্ষাবর্ষ্ থেকে অনার্স্ ও ২০১৪ সালে মাস্টার্স্ কোর্স্ চালু হয়।চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রায় ১৩ একর জমির উপর প্রতিষ্ঠিত। কলেজের বর্তমান ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় বারো হাজার। কলেজটিতে ৮টি ভবন আছে। ছাত্র-ছাত্রীদের খেলার জন্য দৃষ্টিনন্দন খেলার মাঠ ও একটি পুকুর আছে। ১টি ছাত্র হোস্টেলে প্রায় ১০০ জন ছাত্র থাকে। ১৩২ সিট বিশিষ্ট ০১টি ছাত্রী হোস্টেল চালু আছে। কলেজ চত্বরে চুয়াডাঙ্গা জেলার কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থিত। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও এ কলেজের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিক। পাঠ গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীরা বিএনসিসি, রোভার স্কাউট, গার্ল-ইন-রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট ও বাঁধন এর মত সমাজ সেবামূলক কাজের সাথে সম্পৃক্ত। তাছাড়া এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিতভাবে স্থানীয় ও জাতীয় খেলাধুলা, বির্তক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে। প্রতিষ্ঠানটি থেকে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহণ করে নিজেদের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করছে। প্রতিদিন এ কলেজের সবুজ সুন্দর চত্বর হাজার হাজার শিক্ষার্থীর কলতানে মুখরিত হয়ে ওঠে।

এক নজরে কলেজ পরিচিতি


প্রতিষ্ঠার তারিখ : ১ আগষ্ট ১৯৬২ খ্রি.
সরকারিকরণ : ৭ই মে ১৯৭৯
প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ : জনাব মোঃ রেজাউর রহমান।
সরকারিকরণকালীন অধ্যক্ষ : প্রফেসর মোঃ আনসার আলী
বর্তমান অধ্যক্ষ : প্রফেসর ড.এ,কে,এম সাইফুর রশীদ
মোট আয়তন : ১৩ একর
মোট শিক্ষকের সংখ্যা : ৬২ জন
মোট কর্মচারীর সংখ্যা : সরকারি ১২ জন, বেসরকারি ৫৪ জন।
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা : ১০,০০০ জন (প্রায়)

 

ছাত্র হোস্টেল : ০১টি (বন্ধ)

ছাত্রী হোস্টেল : ০১টি

ছাত্র কমনরুম : ০১টি
ছাত্রী কমনরুম : ০১টি
মসজিদ : ০১টি
গ্রন্থাগার : ০১টি
বইয়ের সংখ্যা : ৬০,০৪০টি
ল্যাবরেটরি : ০৪টি
কম্পিউটার ল্যাব : ০২টি
কম্পিউটার সংখ্যা : ৭১টি
স্নাতক (পাস) বিভাগসমূহ : বিএ, বিএসএস, বিবিএ, বিএসসি
স্নাতক (সম্মান) বিভাগসমূহ : বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত ও উদ্ভিদবিদ্যা।
স্নাতকোত্তর বিভাগসমূহ : বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান।